ফরিদপুর : প্রতিবছরের মতো এবারো গুনীজনদের ডাকপত্র সন্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার মধুখালী ঈদগাহ মাঠে ফরিদপুরে পাঠক আন্দোলন বাংলাদেশ ডাকপত্র সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ বছরের জন্য মনোনীত গুনীদের সন্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
সুফি সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত লেখক ও গবেষক মোস্তাক আহমাদকে এই পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকপত্র পত্রিকার সম্পাদক ও লেখক সাহেদ বিপ্লব,পাঠক আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও লেখক কুমার অরবিন্দ, কবি জয়প্রকাশ সরকার, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু প্রমুখ।