শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, তেওতা ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদল (৬৩) মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, ৩কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বহু শুভাকাঙ্খী রেখে যান। বুধবার সকাল সাড়ে ১০টায় জাফরগঞ্জ কাজী শফিউদ্দিন দাখিল মাদ্রাসা, দুপুরে সাড়ে ১২টায় তেওতা ঈদগাহ মাঠ, বাদ যোহর শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয মাঠে জানাযা শেষে আরিচা চেয়ারম্যান টাওয়ার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, জাফরগঞ্জ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টি (জেপি) যুগ্ম সম্পাদক আবজাল হোসেন খান, আরিচা লঞ্চ মালিক সমিতি সভাপতি আলহাজ্ব আব্দুল রহিম খান, তেওতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের, দৈনিক নিউজ সম্পাদক বাবুল আকতার মঞ্জুর, প্রেসক্লাব সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন।