বিনোদন ডেস্ক: মাঝে মাঝে তারকারাও বিস্মিত হন অনুরাগীদের কাজে। তেমনি এবার হলেন দীপিকা পাড়ুকোন। মুম্বাই বিমানবন্দরে তার জন্য চমক অপেক্ষা করেছিল এক অনুরাগীর তরফ থেকে।
রবিবার জন্মদিনের সকালে দীপিকা বিমানবন্দরে গিয়েছিলেন লখনউগামী বিমান ধরবেন বলে। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিংহ।
বিমান ধরার জন্য অপেক্ষা করছিলেন দীপিকা। সে সময় একজন ভক্ত তাকে জন্মদিনের কেক উপহার দেন। তারকাও নিরাশ করেননি ভক্তকে। বিমানবন্দরেই কেক কাটেন। ক্যামেরার শাটার ফেলার মাঝেই আলোকচিত্রীরা গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’।
কেক কাটার পরে এক টুকরো চকোলেট কেক ওই ভক্তকে খাওয়ান দীপিকা। তারপর কেকের খণ্ড খাওয়ার পালা রণবীরের। বিমান ধরার আগে ক্যামেরার জন্য সানন্দে পোজও দেন এই তারকা দম্পতি।
সবখবর/ আআ