সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজমাত গ্রুপ অফ ইন্ডাট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব ড. আত্হার উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে মিসেস আমাতুর রহিম, ড. এএইচএম সদরুল উলা, দুমকি থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব দুমকি সভাপতি মো. জসিম উদ্দিন সুমন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ জনকে বৃত্তি প্রদান করা হয়।