সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় দুমকি উপজেলা অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে নেতাকর্মীরা।
এসময় ছাত্রদলের সিনিয়র সভাপতি সৈয়দ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন সম্ভু।
এসময় অন্যান্যের মধ্যে সিনিয়র সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক শহিদ সরদার, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার সহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন আরাফাত।