সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিলাল সিকদার’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, মাধ্যমিক সহ: শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন, নৃত্য, হাম-নাত, গজল, সাতারসহ ৩০টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টের বিজয়ীরা পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ রয়েছে।