সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মো: সফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াছমিন, সরকারী জনতা কলেজ অধ্যক্ষ মাজেদা বেগম, আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসান কবির, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগামার শুভ্রা কুন্ড, দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।