পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি বর্ণাট্য আয়োজনে “দৈনিক ইত্তেফাক” ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব, দুমকির সভাকক্ষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ধোধন করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জাতীয়পার্টির সভাপতি, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান মো. সুলতান আহম্মেদ হাওলাদার।
প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মাসুদ আল মামুন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো: শহিদুল ইসলাম. উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুল হক, দুমকি নতুন বাজার বনীক সমতির সধারণ সম্পাদক মো. শহিদ সরদার, দুমকি সংবাদদাতা মো. জামাল হোসেন, মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার সভাপতি এম.আমির হোসেন, মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. আনিসুর রহমান মিন্টু, প্রেসক্লাব দুমকি যুগ্ন সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব দুমকি কার্যকারি সদস্য “দৈনিক বাংলাদেশ সমাচার” প্রতিনিধি সোহাগ হোসেন, অন্যদিগন্ত প্রতিনিধি মো. আরিফুর রহমান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আতিকুর রহমান প্রমুখ।
সবখবর/ আওয়াল