পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৌসুমী প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে দুমকি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ৫ ইউনিয়নের তালিকাভুক্ত ৪শ’২০জন কৃষকের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. হারুন অর রশীদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন।
ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মিসেস ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো: সফিকুল ইসলাম, আইসিটি প্রোগ্রামার শুভ্রা কুন্ড প্রমুখ।