সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে ১০পিস ইয়াবাসহ মো: রাকিব হাসান হাওলাদার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে দুমকি উপজেলা পরিষদ সংলগ্ন দুমকি বাউফল সড়কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, শুক্রবার রাত দেড়টার দিকে টহল পুলিশ সন্দেহভাজন যুবক রাকিব হাসানকে আটক করে।
পরে তার দেহ তল্লাসী করে ১০পিস ইয়াবা উদ্ধার হয়। শনিবার বেলা সাড়ে ৩টায় নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তাঁকে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে। ধৃত রাকিবের বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুমকি গ্রামে। তার পিতার নাম মৃত জালাল হাওলাদার বলে জানা যায়।
সবখবর/ আওয়াল