সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী): পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাট এলাকা ইয়াবাসহ রোমান মাঝি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় দুমকি থানা পুলিশের এএসআই সোলায়মানের নেতৃত্বে টহল পুলিশের একটি টিম সন্দেহভাজন যুবক রোমানকে আটক করে তার দেহ তল্লাসী চালায়। পরে ব্যাগের মধ্যে টেপ পেচানো টেনিসবলের মধ্যে থেকে ২৯৫পিস ইয়াবা উদ্ধার হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে তাকে কোর্টে চালান করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক রোমান মাঝির গ্রামের বাড়ি পার্শ্ববর্তি বাউফল উপজেলার মদনপুরা এলাকায়। তার পিতার নাম লাল মিয়া মাঝি বলে জানা গেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, মাদক মামলায় তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।