নতুন একটি ছবিতে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি । ছবিটিতে দ্বৈত চরিত্র থাকছে তার। নায়িকা এবং খলনায়িকা দুই চরিত্রেই অভিনয় করবেন মাহি। ছবিটির নাম ‘ব্লাড’। পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।
গত ৭ জানুয়ারি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। জানুয়ারির শেষেই ‘ব্লাড’ ছবির শুটিং শুরু হবে। এটি হবে অ্যাকশন ঘরানার ছবি। প্রি-প্রডাকশনের কাজ চূড়ান্ত পর্যায়ে । তবে মাহির বিপরীতে কে থাকছেন সেটা এখনও প্রকাশ করেননি পরিচালক।
মাহি বলেন, রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ সব ধরনের চরিত্রে অভিনয় করেছি। এবারই প্রথম খল চরিত্রেও অভিনয় করব। তবে ছবির নায়িকাও আমি। খল চরিত্রে অভিনয়কে নিজেকে ভাঙ্গার অন্যতম সুযোগ বলে ভাবছেন মাহি। এমন চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করায় পরিচালকের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।