বিনোদন ডেস্ক : আগামী শনিবার নতুন বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘সাম ই গজল’ নামের এই অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
বেবী নাজনীনের ভাই এনাম সরকার জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কোন সঙ্গীত তারকার ‘গজল সন্ধ্যা’ এর আগে দেখা যায়নি।
এতে বেবী নাজনীনের গজল উপভোগ করতে পারবেন বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের দর্শক। এই আয়োজনের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বেবী নাজনীন বলেন, প্রায় ৩৫ বছর আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছিল আমার প্রথম একক গজল সন্ধ্যা। ৯০ দশকের শুরুতে হওয়া সেই গজল সন্ধ্যাটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। এরপর বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের অনেক অনুষ্ঠানেই গজল পরিবেশনা করেছি।
এটি সুন্দর একটি অনুষ্ঠান হবে বলে আশা করছি। বিদেশের মাটিতে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই আয়োজকদের।