আশিকুর রহমান, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকার পৌলি নদীতে খেয়া নৌকা থেকে পড়ে শিশু শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়েছে।
সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে এ ঘটনা ঘটে। শিশুটি উপজেলার দশাকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে ভাবনা। খবর পেয়ে উদ্ধারকাজ পরিচালনা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদীতে পড়ে শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরী দল উদ্ধার কাজ পরিচলনা করছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলছে।