সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী): যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১০ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।
পরে অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত প্রমুখ।