মানিকগঞ্জ: ঘন কুয়াশায় চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে পাড়ের অপেক্ষায় আটকা পড়েছে তিনশতাধিক যানবাহন। ঘাটে আটকা পরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। শনিবার ভোর ৪ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল ৮ টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটটিতে ছোট বড় ১৪ টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়ার ভাসমান কারাখান ‘মধুমতি’তে মেরামতে আছে আরোও দুটি ফেরি। বেলা ১২ টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে বাস, ট্রাক, ব্যক্তিগতগাড়িসহ তিনশতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, কুয়াশার কারণে ৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। যে কারণে ঘাটে তিনশতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহী বাস ও জরুরী অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারকরা হচ্ছে। দুই তিন ঘন্টার মধ্যেই সকল যানবাহনগুলো পাড় করা সম্ভব হবে।