শহীদুল ইসলাম, শিবালয় ( মানিকগঞ্জ) : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
বুধবার বিকেলে শীতে নাকাল ছিন্নমূল নানা বয়সী মানুষের গায়ে উষ্ণতার কম্বল জড়িয়ে দেন তিনি।
এ সময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, পাটুরিয়া ফেরি ঘাটের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, দেশে বর্তমানে প্রচন্ড শীত বিরাজ করছে। পাটুরিয়া ফেরি ঘাটে অসহায় ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে।