পাবনা : বানিজ্য মন্ত্রী বলেচেন, বাংলাদেশে লবনের কোন সংকট নেই যে পরিমান দেশে লবণ রয়েছে তাতে চিন্তিত হওয়ার কোন করন নেই। তার পরও গুজবের কারনে অসাভাবীক হারে বাড়ছে পাবনায় লবনের দাম।
প্রতিটি বাজার দেখা যায়, প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ৬০থেকে ১৫০ টাকা কেজি দরে। কিছু অসাধু ব্যবসায়ী এই গুজব কে পুজি করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মুল্যে লবন বিক্রি করছেন।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের বলেন, আমরা ইতিমধ্যে প্রতিটি বাজারে বাজারে মনিটরিং করছি এবং সাধারণ ক্রেতাদের কে গুজবে কান না দিয়ে অতিরিক্ত মুল্য দিয়ে লবন না কিনতে অনুরোধ করছি। সেই সাথে ব্যবসায়ীদেরকে অতিরিক্ত দামে লবণ না বিক্রয় করতে সতর্ক করে দেয়া হচ্ছে।
উল্লেখ্য, লবণ-সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোলরুমের নম্বর- ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)। লবণ-সংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে।
সবখবর/ আওয়াল