পাবনা : পাবনায় এমপি ও এসপির সহযোগিতায় বাড়ি দখল শীর্ষক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
গতরাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলণে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে তিনি বলেন, জন প্রতিনিধি হিসেবে তিনি সততা ও ন্যায়নিষ্টভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, স্থানীয়রা নানা সমস্যা নিয়ে তাঁর কাছে আসলে তিনি সব ধরনের লোভ লালসার উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে সে সংকটের সমাধান এবং বিপদে তাদের পাশে দাড়ানোর চেষ্ট করেন।
বিতর্কিত বাড়িটি নিয়েও তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষকেই পুলিশের কাছে পাঠিয়ে ছিলেন। অথচ প্রতিবেদক মিথ্যা ও কাল্পনিক গল্প বানিয়ে তাঁর ভাবমুর্তি নষ্টের অপচেষ্টা করেছেন বলে তিনি দাবী করেন।
সবখবর/ আওয়াল