ঢাকা : বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আশা করছি এ মাস পর পেঁয়াজের মূল্য কমে যাবে চলতি মাস পর্যন্ত সবাই অপেক্ষা করুন। সব ধরনের চেষ্টা চলছে।
যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের আগামী দিনের নেতৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তারা সভাপতি-সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করবেন। এছাড়া দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। সবদিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান কমিটির বাইরে কেউ আসবে কিনা এটি জানি না। তবে কাউন্সিলরা যদি মনে করেন বাইরে থেকে আনবেন, সে ক্ষেত্রে তারা নাম প্রস্তাব করতে পারেন।
সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে কারা দায়িত্ব পাচ্ছেন- উত্তরে সেতুমন্ত্রী বলেন, সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে থেকে যারা যেখানে থাকতে চায় এবং যাদের ক্লিন ইমেজ আছে, সৎ, দক্ষ তাদের নেতৃত্বে আনা হবে। এর আগে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন স্থান পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ, সহ-সভাপতি মতিউর রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম, শেখ সোহেল রানা টিপু, সুব্রত পুরকায়স্থ, খায়রুল ইসলাম জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশা, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক আলহাজ আবুল ফজল রাজু প্রমুখ।
সবখবর/ আওয়াল