গত ১৬ ডিসেম্বর সব খবরে প্রকাশিত ‘শিবালয়ের মহাদেবপুর সরকারি কলেজে বিজয় দিবস পালন হয়নি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।
প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।
সকল অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সকল ভিডিও ফুটেজ ও স্টিল ছবি সংরক্ষিত আছে। কাজেই শহীদ বুদ্ধিজীবি দিবস এবং বিজয় দিবস পালন করা হয়নি সংবাদটি সঠিক নয়। তিনি বলেন, সরকারি করণের পর হতেই কিছু কুচক্রী মহল ঈর্ষানিত হয়ে কলেজটি নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
-বিজ্ঞপ্তি