মো: আতিকুর রহমান আজাদ,কালকিনি (মাদারীপুর) : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে রোববার সকালে স্থানীয় অডিটরিয়াম চত্বরে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার প্রাথমিক শিক্ষক, জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাদের অংশ গ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাস, ওসি মোঃ গোলাম কিবরীয়া, ওসি তদন্ত মোঃ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মশিউর রহমান সবুজ প্রমুখ।
সবখবর/ আওয়াল