বলিউডের প্রথম সারির নায়িকা মাধুরী দীক্ষিত। ’৯০-এর দশকের বিনোদন জগতে রাজত্ব করেছেন এই নায়িকা। সেই সময় ছক ভেঙে বেরিয়ে আসা সহজ ছিল না। যাঁরা ছক ভেঙেছিলেন, নিন্দাও শুনেছিলেন। কিন্তু এখন একবিংশ শতক। আগের তুলনায় ছক ভাঙা খানিক সহজ।
তাই গণ্ডি থেকে বেরিয়ে এলেন মাধুরী দীক্ষিত। সমকামী চরিত্রে অভিনয় করার জন্য রাজি হলেন এই জনপ্রিয় নায়িকা। আনন্দ তিওয়ারির পরিচালনায় ছবিটির নাম ‘মাজা মা’।
যদিও নির্মাতাদের তরফে মাধুরীর চরিত্র সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। কেবল ছবির পোস্টার শেয়ার করেছেন কলাকুশলীরা। অ্যামাজন প্রাইমে মুক্তিপাবে আনন্দের এই ছবিটি।
আ/লি