মানিকগঞ্জে কর্ণেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন লীগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু একাদশ।
বৃহস্পতিবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের শেষ খেলায় তারা চিরপ্রতিদ্বন্দ্বী কুলফা গোষ্ঠীকে ৬৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই লীগে অংশ নেয় জেলার শীর্ষ ছয়টি ক্রিকেট দল।
বৃহস্পতিবার ফাইনাল খেলায় বন্ধু একাদশ প্রথমে ব্যাটিং করে এবং ৪৯.৩ ওভারে ২২৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে অর্পণ ৫৩, শুভ ৫০, মামুন ৩১ এবং অন্তর ২৪ রান করে। কুলফার পক্ষে বিজয় ৪টি, জনি ৩টি এবং পলাশ ২টি উইকেট লাভ করে।
জবাবে ২২৪ রানের লক্ষে খেলতে নেমে কুলফা গোষ্ঠী ৪৪.৪ ওভারে ১৫৬ রান করে সবাউ আউট হয়ে যায়। বন্ধু একাদশের সম্রাট ৪টি ও সজিব ৩টি উইকেট লাভ করে।
খেলাশেষে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ক্রিকেট সাব-কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু, সদস্য-সচিব প্রদীপ কুমার শিকদার রিপনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।