বিনোদন ডেস্ক : গান নিয়ে আসছেন ব্যান্ডের অন্যতম সদস্য লুমিন। গানটির শিরোনাম ‘পাসওয়ার্ড’।গানটি লিখেছেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। সুর ও সংগীত আয়োজন অটমনাল মুন।
পঁচিশে মার্চ, বঙ্গবন্ধু, জারুল ফুল, মা নিয়ে গান লিখেছেন দেওয়ান লালন আহমেদ। নতুন গান পাসওয়ার্ড প্রসঙ্গে তিনি বলেন, নিটোল ও বিশুদ্ধ প্রেমের নস্টালজিক আবেগকে ভিত্তি করে এ গানটি লেখা। সবার জীবনের প্রেমবোধের সঙ্গে কোন না গানটি মিশে যেতে পারে।
সুরকার অটমনাল মুন জানান, তিনি এ গানের সুর করতে গিয়ে প্রচলিত ধাঁচের বাইরে কাজ করেছেন। তার ভাষ্য: সুরে বৈচিত্রতা থাকবে। মন ছুঁয়ে যাওয়ার মতো।
শিল্পী লুমিন বলেন, আমার প্রিয় একটি গান পাসওয়ার্ড। এর আগে লালনের লেখা পাঁচটি গানে কণ্ঠ দিয়েছি। নতুন এ গানটি গেয়ে তৃপ্তি পেয়েছি। আমার বিশ্বাস দর্শক শ্রোতারাও তৃপ্তি পাবেন পাসওয়ার্ডে।
পাসওয়ার্ড গানের ভিডিওতে থাকছেন দুজন মডেল। তারা হলেন সেরা জামান ও সাদমান প্রত্যয়। গানের মিউজিক ভিডিও নির্মান করেছেন রনি আহসান। গানটি ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত হয়েছে।
সবখবর/ আওয়াল