মানিকগঞ্জ জেলার সাতটি থানার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌছে দেয়াসহ আসামি গ্রেফতার ও সামগ্রিক কর্মদক্ষতায় সবার সেরা অবস্থানে থাকার জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে ফিরোজ কবীর।
আজ দুপুরে পুলিশ সুপার মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ওসি ফিরোজ কবীর বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ সাধারণ মানুষের আইনী সহায়তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাব।
আ/লি