বগুড়া : যাত্রীবাহী বাস খাদে পড়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার রহবল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছয়জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
নিহত তিনজন হলো- ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর ও মেয়ে মঞ্জিলা আক্তার (২) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও এলাকার বাসিন্দা আলামিনের ছেলে মেহেদী হাসান (৩)।
ঠাকুরগাঁও থেকে রাহবার এন্টারপ্রাইজ নামে একটি বাস ঢাকা যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।