মানিকগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপনের লক্ষে ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় স্ক্রিনে দেখিয়েছেন গড়পাড়া ইউনিয়ন পরিষদ।
শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করেন।
এসময় অন্যান্যের মধ্যে পরিষদের সাবেক চেয়ারম্যান হাসিব উদ্দিন সেলিম, পরিষদের সচিব সাইদুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা বেগম, সাজেদা বেগম, ইউপি সদস্য তারিফ হোসেন, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন, ইউসুফ আলী, আব্দুল মান্নান, মতিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।