সাদমান সময়, মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুরে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার নিজামপুর, সাহেরখালী,ওয়াহেদপুর, অটিজম সেন্টারসহ কয়েকটি জায়গায় প্রায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাহিত্যিক কাইয়ুম নিজামী, প্রতিষ্ঠাতার সহধর্মিণী আফরোজা নিজামী, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ,ওয়াহেদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু,স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক ভিপি জসিম প্রমুখ।