মানিকগঞ্জ : মানিকগঞ্জের শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগ । বুধবার বিকেলে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফুটবল খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমূখ। বৃহস্পতিবার গ্রীন বয়েজ সোসাইটি ও চির সবুজ সংঘ প্রতিদ্বন্দ্বীতা করবেন ।
উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ সিটি ক্লাব ২-০ গোলে প্রগতি সংঘ মুলজানকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ফুটবল লীগে মোট ৮টি দল অংশ নিচ্ছে।