বিনোদন ডেস্ক: জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাড়ানোয় বিজেপির ক্ষোভে মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা ট্যুইট করে দীপিকা পাড়ুকোনের সিনেমা বয়কট করার ডাক দেন!
ট্যুইট করে বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা লেখেন, ‘বয়কট করুন দীপিকা পাড়ুকোনের সিনেমা’।
জেএনইউ কাণ্ড নিয়ে সরব গোটা বলিউড ৷ অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে শুরু করে দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনিলিয়া ডিস্যুজার মতো নামি-দামী বলিউড তারকারা গর্জে উঠেছেন ৷ এবার সেই তালিকাতেই নাম লিখিয়ে ফেললেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন৷
প্রতিবাদের সুরে ভেসেছেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজের মতো বলিউডের পরিচালকেরা৷
সবখবর/ আআ