জানা অজানা ডেস্ক: সাধারণত তরল পদার্থ জমাট বেঁধে কঠিন হলে আয়তনে কমে এবং ঘনত্ব বাড়ে। কিন্তু পানির ক্ষেত্রে নিম্ন তাপমাত্রায় পানি জমাট বেঁধে কঠিন বরফ হয়। এতে বরফের ঘনত্ব কমে। তাই বরফ পানিতে ভাসে।
আরো পড়ুন: বনসাই কী?
এই ঘটনার মূলে রয়েছে পানিতে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি। বরফ কাঠামােতে সব পানির অণু সর্বাধিক সংখ্যক হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তখন বরফের কেলাস গঠনে ফাঁকা স্থান থাকে। ফলে পানির আয়তনের তুলনায় বরফের আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে এবং বরফ পানিতে ভাসে। শীতপ্রধান মেরু অঞ্চলের সব জলাশয়ে জলজ প্রাণী এজন্য বেঁচে থাকতে পারে।
সবখবর/ আআ