মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। সরকার ভাল না হলে দেশের মানুষ ভাল থাকতে পারেনা। বর্তমান সরকারের আমলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় দু:স্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দেশের মানুষের উন্নয়নের সাথে সাথে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সারা দেশের ন্যায় এই সরকারের আমলে মানিকগঞ্জেও অনেক উন্নয়ন হয়েছে।
এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় দুটি স্থানে ৫ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।