কুমিল্লা বিশ্ববিদ্যালয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়য়ের ফার্মেসী বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ মেহেদীর বাবা মোঃ খুরশিদ আলম ‘ননহড কিং লিম্পোমা’ নামক ক্যান্সারে আক্রান্ত।
জানা যায়, মেহেদীর বাবা খুরশিদ আলম ঢাকার খিলগাঁও এর বাসিন্দা। গত দুই মাস যাবত তিনি এই ঘাতক ব্যাধির সাথে সংগ্রাম করছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসারা অতিদ্রুত তাঁকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিলেন। এর জন্য প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন।
রেজওয়ান জানান, গত ২ মাস ধরে নিজেদের সাধ্যমত বাবার চিকিৎসার খরচ চালিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছি। এমতাবস্থায় বাবাকে বাঁচাতে সমাজের বিত্তবান সকল মহলের আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা-
রকেট – 016361263863, বিকাশ – 01796479083, 01689308874, ব্যাংক হিসাব :IBBL Account No : 20502400202608212