ঢাকা: দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
রোববার বিকাল ৩টায় খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমএসএসইউ) হাসপাতালে যাবেন পরিবারের সদস্যরা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য বোন সেলিমা ইসলাম, প্রয়াত কোকোর সহধর্মীনি শর্মিলা রহমান সিঁথি, নাতনী জাহিয়া রহমান ও আরিবা ইসলাম এবং নাতী রাখিন ইসলাম ও সামিন ইসলাম অনুমতি পেয়েছেন।
সবখবর/ আআ