মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধকরণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বালিয়াটী জমিদার বাড়ী সড়ক হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।