বিনোদন ডেস্ক : সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে অভিনেত্রী অনুষ্কা শর্মা জানিয়েছেন বিরাট কোহলির আলমারি থেকে মাঝেমধ্যেই নাকি জামা ‘ধার’করে পরেন তিনি।
তিনি বলেন, বিরাটের আলমারি থেকে মাঝে মাঝেই অনেক কিছু নিয়ে পরি আমি। যেমন ধরুন, কখনও ওঁর টি-শার্ট, আবার কখনও বা জ্যাকেট। কিন্তু কেন বিরাটের জামা ধার করে পরেন তিনি? অনুষ্কা জানিয়েছিলেন, স্ত্রী যখন তাঁর জামা পরেন তখন নাকি মনে মনে বেশ খুশিই হন ভারত অধিনায়ক।
শুধু তাই নয় ওই সাক্ষাৎকারে বিয়ের দিন নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও নানা অজানা তথ্য ফাঁস করেন অনুষ্কা। তিনি বলেন, বিয়ের ট্র্যাডিশনাল লাল পোশাক আমি পরতে চাইনি। আমার পছন্দ ছিল পেল পিঙ্ক। সেই মতোই ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় আমার লেহেঙ্গা বানিয়েছিলেন। কিন্তু রিসেপশনে হয়েছিল ঠিক তার উল্টো। জমকালো গয়না, লাল শাড়িতে সেজেছিলেন অনুষ্কা। পাল্লা দিয়ে বিরাটও পরেছিলেন ম্যাচিং শেরওয়ানি।