আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫০ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯৮ লাখ ১৫ হাজার ২৩৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ লাখ ৫০ হাজার ২৬২ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সেরে উঠেছে ৪ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৬০৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ৩৬০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ২৪৪ জনের।
সবখবর/ নিউজ ডেস্ক