বিনোদন ডেস্ক : আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। ক্যারিয়ারের শুরু থেকে শাকিব খানের সঙ্গে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন ১১টি ছবি।
বুবলি অভিনীত সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই হিট হয়েছে। তবে এবার সিনেমার বাহিরে গিয়ে ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন বুবলি।
বুবলি বলেন, আমার বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ে করতে হবে। তবে কবে করছি এখনই বলা যাচ্ছে না। তবে আগামী বছরের দিকে প্ল্যানিং আছে।
শাকিব খানের সঙ্গে সম্পর্ক, গুঞ্জনও রয়েছে। বিষয়টি নিয়ে বুবলি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি একটি আজব জায়গা। কারও সঙ্গে বেশি কাজ করলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তা অনেকে ধারণা করেন।
আবার একসঙ্গে কোনও অনুষ্ঠানে গেলে তারা মনে করেন ভিতরে হয়তো অনেক কিছু চলছে। আবার অনেকে ধারণা করেন হয়ত তারা বিয়েই করেছে।
সমালোচনা থোরাই গোনায় না নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বুবলি। প্রথমবারের মতো শাকিব খানের বাহিরে গিয়ে সৈকত
নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে বুবলির নায়ক নীরব।
ছবির শুটিং প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। পাশাপাশি শুটিং করছেন শাকিব খানের বিপরীতে ‘বীর’ ছবিতে।