মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে মুজিববর্ষেই জাতীয় করণের ঘোষনা চাই শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বেসরকারি মাধ্যমিক স্কুল গুলো মুজিবর্ষেই জাতীয়করণ ঘোষনার দাবি জানান।
মঙ্গলবার দুপুরে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এই মতবিনিময় সভার আয়োজন করে।
বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মোঃ নজরুল ইসলাম রনি, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোঃ মেজবাহুল ইসলাম প্রিন্স, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল বাশার (বাদশা) প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বেসরকারি হাই স্কুলের শিক্ষকরা নানা ভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রতিষ্ঠান জাতীকরণ হলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।তাই মুজিবর্ষেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বেসরকারি মাধ্যমিক স্কুল গুলো জাতীয়করণ ঘোষনার দাবি জানান।