তবে মেইল পাঠানো হলে এটি ব্যবহার করতে সময় দেওয়া হয় মাত্র পাঁচ সেকেন্ড। অর্থাৎ ভুল করে কাউকে জিমেইল পাঠানো হলে পাঁচ সেকেন্ডের মধ্যে সেটি বাতিল না করলে তা প্রাপকের কাছে পৌঁছে যেত।
এবার সেই সুবিধার পরিধি আরেকটু বাড়িয়েছে গুগল। ভুল করে পাঠানো ই-মেইল ফিরিয়ে আনতে জিমেইলের ‘আনডু’ ফিচার ব্যবহার করা যাচ্ছে ৩০ সেকেন্ড পর্যন্ত।
জিমেইল ‘আনডু’ করার সময় বাড়ানোর নিয়ম:
কম্পিউটার থেকে আপনার জিমেইল খুলুন। ওপরে ডান দিকে সেটিংস অপশন ওপেন করুন। ‘সি অল সেটিংস’-এ ক্লিক করুন। ‘জেনারেল’ ট্যাব থেকে ‘আনডু’ অপশন ওপেন করুন। সেখানে ৫, ১০, ২০ ও ৩০ সেকেন্ডের অপশন থেকে ৩০ সেকেন্ড নির্বাচিত করে ‘সেভ চেঞ্জ’ অপশন সিলেক্ট করুন।
সবকিছু ঠিকভাবে করতে পারলে এরপর থেকে যেকোনো জিমেইল পাঠানোর পর সেটি বাতিল করতে আপনাকে ৩০ সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে।
আআ