ঝিনাইদহ : সোমবার ভোরে মহেশপুর উপজেলার জলুলী বিওপির অধীন মগদাসপুর মাঠে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান বলেন, আটকদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এদের মধ্যে একজন নারী নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করছেন ও অন্যরা বাংলাদেশী নাগরিক। আটক চারজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, আটকদের নামে পাসপোর্ট অধ্যাদেশে থানায় মামলার প্রস্তুতি চলছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে একই উপজেলার সস্তা এলাকা থেকে ছয়জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে তিনজন
পুরুষ, একজন নারী ও দুই শিশু।
এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গত নভেম্বর মাস থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট ২৩৯ জনকে আটক করলো বিজিবি।
সবখবর/ বি আ আ