ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটির নিচ থেকে হাজার হাজার বুলেট পাওয়া গেছে। সোমবার দুপুর থেকে বিকেল নাগাদ রেলওয়ে পূর্ব কলোনী থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। এ রিপোর্ট লেখার সময় রেলওয়ে থানার ওসি সফিউল আজম ঘটনাস্থলে আছেন।
মো. রফিক ও জুয়েল জানান, ওই এলাকাতে রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সেখানে তারা লাকড়ি কুড়াচ্ছিলেন। এ সময় শক্ত একটি মাটির চাকা পান। পরে এগুলোতে বুলেট পাওয়া যায়। আরো মাটি খুঁড়ে তারা বেশ কিছু বুলেট। সব মিলিয়ে ওজন পাঁচ কেজির বেশি হবে।
কলোনীর বাসিন্দা রাকিব হাসান জানান, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ওসি শফিউল আজম জানান, খবর পেয়ে তিনি ছুটে আসেন। বাংলাদেশ পুলিশের আওতায় থাকায় তাদেরকে খবর দেওয়া হয়েছে।
সবখবর/ আআ