মানিকগঞ্জ: আগামী ১লা জানুয়ারি থেকে তিনদিন ব্যাপী মানিকগঞ্জে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতিমা। তালিমে ইসলাম মানিকগঞ্জের আয়োজনে ইতিমধ্যে সিদ্দিকনগর পটল বিল ময়দানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো এলাকাজুড়ে কয়েক লক্ষ মানুষের বসার জন্য নির্মাণ করা হচ্ছে প্যান্ডেল। সম্প্রতি ইজতিমা সাফল্যমন্ডি করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ছে। সভায় তালিমে ইসলাম মানিকগঞ্জের মহাসচিব বশির রেজা, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জাসদ নেতা আসলাম খান বাবু, সিভিল সার্জনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইজতিমা পরিচালনা ও দু‘আ করবেন আধ্যাত্মিক সাধক, কুতুব-উল-আকতাব হযরত মাওলানা অধ্যাপক মুহাম্মদ আয্হারুল ইসলাম ছিদ্দিকী (রাহ.) এর প্রধান খলিফা, বিশিষ্ট ইসলামী গবেষক, দার্শনিক, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, পীরে কামিল ও মুকাম্মিল, আলহাজ্ব হযরত মাওলানা ড. মুহাম্মাদ মন্যুরুল ইসলাম ছিদ্দিকী।
ইজতিমায় আল্লাহর সান্নিধ্য লাভের উপায়, ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনামূলক আলোচনা, ইলমে শরী‘আত ও ইলমে মা‘রিফাতের বয়ান, তালিমে যিকর, কুরআন শরীফ ও নামায শিক্ষার ব্যবস্থা, তাফসিরুল কুরআন, দারসে হাদীস, ত্বাহারত, ইসলামি গজল এবং সুন্নাতের ওপর ইসলামী জিন্দেগীর ব্যবহারিক শিক্ষা নিয়ে আলোচনা করা করা হবে।
সবখবর/ আআ