মানিকগঞ্জ : গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জড়ো হয়। পরে বেলা ১১টার দিকে জেলা কার্যালয়ের প্রাঙ্গন থেকে বের হয় আনন্দ র্যালি। র্যালিতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র্যালিটি শহরের শহীদ রফিক সড়ক ঘুরে আদালত প্রাঙ্গনে শেষ হয়।
পরে আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।