মানিকগঞ্জ: মানিকগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয় ৮ম তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা কার্যালয় প্রাঙ্গনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মো. ফিরোজ খান, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, ৩৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামাল হোসেন, মানিকগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম রায়হান হেলাল প্রমূখ।