মানিকগঞ্জ : মানিকগঞ্জে অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।
বুধবার দুপুরে জেলা কার্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফিরোজ খান, ৩৮ আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জের পরিচালক মো. কামাল হোসেন, জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী কমান্ড্যান্ট মো. রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।