মানিকগঞ্জ : ”আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
আজ সকাল সাড়ে ৯ টায় শহীদ রফিক চত্বরে পতাকা উত্তোলণ ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
উদ্বোধন শেষে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও গণ স্বাক্ষরতাসহ দিনব্যাপী নানা আয়োজন করেছে জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ-সচিব) ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাদিরা আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আজিজ উল্লাহ্সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও দুর্নীতি বিরোধীর সদস্যরা।
সবখবর/ আআ