মানিকগঞ্জ: ঈদের সকালে মানিকগঞ্জের নয়াকান্দি এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালক, দুই যাত্রী এবং মাইক্রোবাসের একজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে মাইক্রোবাসের মালিক কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি লিয়াকত আলী খান লাবন শহরের বাসা থেকে ঈদের নামাজ আদায় করতে গ্রামের বাড়ি মিতরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়াকান্দি এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপের সাথে তাদের মাইক্রোর সংর্ঘষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন।
আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সবখবর/ নিউজ ডেস্ক