”নয় পেরিয়ে দশে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই স্লোগানকে সামনে রেখে কেককাটা ও আলোচনা সভার মাধ্যমে মানিকগঞ্জে পালিত হয়েছে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার দুপুরে নগর ভবন হল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পৌর মেয়র মো: রমজান আলী।
এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো: রাশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন, দেশ টিভির জেলা প্রতিনিধি মো: আব্দুল আলীম, পৌরসভার সচিব বজলুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আসাদ লিমন, এশিয়ান টিভির শিবালয় প্রতিনিধি মো: আনোয়ার হোসেন ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আআ